ছবি : মেসেঞ্জার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাটের পূর্ব পাশে বাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি অটোরিক্সা চালক আবুল কালাম (৫৫) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে। নিহত সিএনজি অটোরিক্সা চালক আবুল কালাম উপজেলার খরনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর খরনা এলাকার ফকিরপাড়া গ্রামের কালা মিয়ার পুত্র।
আহতরা হলেন, মো. আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মর্জিনা বিনতে হ্যাপি। তারা দুইজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়া গ্রামে বলে জানাগেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাটের পূর্ব পাশে ঢাকা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন চেয়ারকোচ (ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৪) ও একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত দেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পটিয়া হাইওয়ে থানার কর্তব্যরত অফিসার সাজেন্ট মো. আলাউদ্দিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, দুটি যানবাহনই আটক করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে এবং জব্দ তালিকার পর মামলা রুজু করা হবে।
মেসেঞ্জার/রানা/তারেক