ঢাকা,  রোববার
২৪ নভেম্বর ২০২৪

The Daily Messenger

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছে প্রণোদনা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ২৪ নভেম্বর ২০২৪

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছে প্রণোদনা

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা। রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরের আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার।

প্রণোদনার আওতায় ৮ হাজার কৃষক পাচ্ছেন ২ কেজি হাইব্রিড ধানের বীজ। সাড়ে ৭ হাজার কৃষক পাবেন জনপ্রতি ৫ কেজি উফশী ধান বীজ ও ২০ কেজি সার। ২ হাজার কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে দেশি সবজি বীজ ও জনপ্রতি নগদ ১ হাজার টাকা।

২০২৪-২৫ অর্থ বছরে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্য ও উফশী ধান বীজ, সার এবং হাইব্রিড ধান বীজ বিতরণের জন্য এ কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরের আলম সিদ্দিকী বলেন, চলতি বছরে বন্যার কারণে প্রান্তিক কৃষক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে কৃষকের উৎপাদন বাড়ানোর জন্য বৃহৎ এই কৃষি প্রণোদনা বরাদ্দ করা হয়েছে। এতে করে কৃষক আবাদি ও অনাবাদি জায়গায় ধান, সবজি উৎপাদন করে চাহিদার ঘাটতি পূরণ করতে পারবে।

মেসেঞ্জার/ইয়াকুব/তারেক