ঢাকা,  রোববার
২৪ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ২৪ নভেম্বর ২০২৪

ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাকে থানাহাজতে রাখা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের কমলাপুরস্থ নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ডিবি পুলিশের ওসি আব্দুল মতিন। গ্রেপ্তারকৃত শামীম এলাকায় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুসারী ছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুরের তিন সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর লাবু চৌধুরী, আব্দুর রহমানের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২৫ জনের নামে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করা হয়। মামলায় আরো অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়।

(১০ অক্টোবর) ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম মামলাটি করেন। মামলার বাদীর মেয়েও ছাত্র আন্দোলনে আহত হয় বলে উল্লেখ করা হয়। ওই মামলার এজহাহারে ৯৮ নম্বর আসামি হিসেবে শামীম তালুকদারের (৪৫) নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জানা যায়, ২০২১ সালের (৫ মে) ২১ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শামীম তালুকদার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। শামীম তালুকদার নিক্সনের সহযোগী হিসেবে পরিচিত এবং তার হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, শামীম তালুকদারকে রোববার (২৪ নভেম্বর) আদালতে পাঠানো হবে।

মেসেঞ্জার/নাজিম/তারেক