ঢাকা,  সোমবার
২৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য স্মরণসভা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:২৭, ২৫ নভেম্বর ২০২৪

নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য স্মরণসভা

ছবি: সংগৃহীত

জেলায় আজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরেফিন, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শহীদ আকিবের পিতা ও নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দোলোয়ার হোসেন খান ও ইসমাইল হোসেন, আহতদের মধ্যে আরিফ হোসেন ও সাজ্জাদ হোসেন এবং ছাত্র সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মিম।

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্ত ঋণ কখনো শোধ হবার নয়। কৃতজ্ঞ জাতি দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। সবার সমন্বিত অংশগ্রহনে মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

পরে, দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মেসেঞ্জার/তারেক