ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মিরসরাইয়ে স্বর্ণালংকারসহ পুলিশের জালে নিউটন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:২০, ২৫ নভেম্বর ২০২৪

মিরসরাইয়ে স্বর্ণালংকারসহ পুলিশের জালে নিউটন

ছবি: মেসেঞ্জার

মিরসরাইয়ে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও এক লক্ষ তেইশ হাজার টাকাসহ নিউটন ধর(২৯) নামের এক আসামীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে  খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ

আসামী নিউটন ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া চরতী ইউনিয়নের মোহন প্রসাদ ধরের ছেলে। সে দীর্ঘদিন উপজেলার বারইয়ারহাট বাজারের আধুনিক ডাইস কার্টি চেইনঘর নামক জুয়েলারী দোকানের কর্মচারী ছিল। গত ২৭ আগস্ট রাতে স্বর্ণালংকার ও টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে জুয়েলারী দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা দায়ের করলে পুলিশ আসামী নিউটন ধরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামী নিউটন ধরকে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ তেইশ হাজার টাকা ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলাকায় আসামীর শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার দাম আনুমানিক ১৪ লক্ষ টাকা। আত্মসাৎতের অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী নিউটনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

মেসেঞ্জার/মীরবাবু/তারেক