ঢাকা,  সোমবার
২৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

নওগাঁয় মেধা ও যোগ্যতায় পুলিশে নিয়োগ পাচ্ছেন ৭৬ জন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৩৯, ২৫ নভেম্বর ২০২৪

নওগাঁয় মেধা ও যোগ্যতায় পুলিশে নিয়োগ পাচ্ছেন ৭৬ জন

ছবি: মেসেঞ্জার

জেলায় মেধা ও যোগ্যতার পরিক্ষায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৭৬ জন তরুণ-তরুণী নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। রবিবার রাতে জেলা পুলিশ লাইনে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ) মো: কুতুব উদ্দিন।

এ সময় তাদের উদ্দেশ্যে সততা, দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও দেশপ্রেম বিষয়ক উপদেশমূলক বক্তব্য প্রদান ও ফুল দিয়ে  বরণ করে নেন এবং মিষ্টি মুখ করান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন উপস্থিত ছিলেন।

কোন প্রকার ঘুষ, হয়রানী অথবা তদবির ছাড়াই নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হতে পেরে আত্মহারা হয়ে পড়েন অনেকেই। বিনা ঘুষে গর্বিত বাংলাদেশ পুলিশ পরিবারের সদস্য হতে পেরে নিয়োগপ্রাপ্ত অনেকেই গর্ব বোধ করছেন এবং দেশের জন্য নিজেকে একজন সৎ, যোগ্য পুলিশ সদস্য হওয়ার আশা ব্যক্ত করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে পেরেছি। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা পেয়েছি বলেই এটা সম্ভব হয়েছে। আমরা সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে চেষ্টা করেছি এবং পেয়েছি বলেই আমি বিশ্বাস করি।

নওগাঁ পুুলিশ সুপারের কার্যালয়সুত্রে জানা যায়, এই নিয়োগ পরীক্ষায় মোট ৮৫৮জন চাকুরী প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করেন। তার মধ্যে ১৯৯ জন মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন্য মনোনীত হয়। তাদেও মধ্যে থেকে ৭৬ জন মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ন হয়।

মেসেঞ্জার/বেলায়েত/তারেক