ছবি: মেসেঞ্জার
যানজট নিরসনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট স্কুলের সামনে থেকে শুরু করে রেললাইন পর্যন্ত দুই পাশে অস্থায়ী ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে সৃষ্ট যানজট নিরসন ও সম্ভাব্য দূর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ফুটপাতে থাকা দোকানগুলো উচ্ছেদ ও যানজট সৃষ্টি করার দায়ে ১০ টি যানবাহনকে ৭ হাজার ৬শ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
গতকাল সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার গোমদণ্ডীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ অভিযান চালানো হয়।
এসময় রাস্তার দুইপাশে থাকা অবৈধ অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে একটি মোটর সাইকেলকে এক হাজার করে সাতটি মোটরসাইকেল আরোহীকে সাত হাজার টাকা ও দুটি সিএনজিচালিত অটোরিক্সাকে ৪শ এবং একটি ব্যাটারীচালিত অটোরিক্সা কে ২শ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সাথে ছিলেন বোয়ালখালী উপজেলার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট আবরার সহ তার টিম ও বোয়ালখালী থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে পার্কিং ও যানজট সৃষ্টি করলে আবারো অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন।
মেসেঞ্জার/ নাঈম উদ্দীন/তারেক