ঢাকা,  মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ঝিকরগাছায় আমাদের সবজি বাজারের শুভ উদ্বোধন 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩৪, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৯, ২৫ নভেম্বর ২০২৪

ঝিকরগাছায় আমাদের সবজি বাজারের শুভ উদ্বোধন 

ছবি: মেসেঞ্জার

‘নিরাপদ সবজি সুস্থ জীবন’ এই স্লোগানকে সামনে রেখে চলমান বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কল্পে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে যশোরের ঝিকরগাছায় কৃষকের উৎপাদিত "তাজা সবজির সমাহার, আমাদের সবজি বাজার " এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে  যশোর-বেনাপোল মহাসড়কের উত্তর পাশে এ সবজি বাজারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন, অর্ধেন্দু কুমার পাঁড়ে,লাহাবুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক,আখি খাতুন, জীবন, মাসুদ হোসেন,রিকন,ঐশী কান্তা,আলামিন সহ উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

সরেজমিনে দেখা যায়, গদখালী ইউনিয়নের বারবাকপুর বোধখানা গ্রামের কৃষক হাবিবুর রহমান আব্দুল গফুর ওসমান গনি মিজানুর রহমান ও মনিরুজ্জামান তাদের উৎপাদিত বিষমুক্ত অর্গ্যানিক ও নিরাপদ সবজি মধ্যস্বত্তভোগী ছাড়াই প্রশাসনের বেধে দেওয়া মূল্যে বেগুন ৪০ টাকা,  ফুলকপি ৬০ টাকা, বাধাকপি ৪০ টাকা, মেটেআলু ৭০ টাকা, মানকচু ৪০ টাকা, লাউ ৪০ টাকা  বিক্রি করছে। এ সময় ক্রেতাদের উপঁচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। 

মেসেঞ্জার/এম আলমগীর/তারেক