কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জলবায়ু পরিবর্তনসহ ৯ টি বিষয়ের উপর প্রকাশিত সংবাদ প্রতিবেদনের উপর ৩ জন সাংবাদিককে সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছে উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। সোমবার দুপুরের সংস্থাটির সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংস্থার ইন্সপেক্টর মাশরেফা তারান্নুম, সিএমপি প্রোগাম অফিসার আব্দুল কুদ্দুস, প্রোগাম অফিসার নুরুন্নবী প্রমুখ। এ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেস ক্লাব-এর সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু।
এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর উপদেষ্টা ইউসুফ আলী সংগ্রামী, সাধারন সম্পাদক নাজমুল হুদা, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাব-এর সভাপতি উত্তম কুমার রায়, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাব-এর সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারন সম্পাদক জাকরিয়া মিঞাসহ ৪ প্রেস ক্লাব-এর ১৮ জন সাংবাদিক।
সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম জানান, আমরা মিডিয়া কর্মীদের কাজের দক্ষতায় ও মিডিয়ার সুবাদে এলাকার উন্নয়নের জন্য জলবায়ু পরিবর্তনসহ ৯ টি বিষয়ের উপর প্রকাশিত সংবাদ প্রতিবেদনের উপর ৩ জন সাংবাদিককে সম্মানন প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।
আগামী ১০ ডিসেম্বর অফিস চলাকালীণ সময়ে বিষয় কেন্দ্রিক প্রকাশিত প্রতিবেদনসহ আবেদন জমা দিতে হবে। এখান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে ৩ জন সাংবাদিককে সম্মাননা দেয়ার জন্য নির্বাচন করা হবে। ৩ সাংবাদিককে নগদ টাকাসহ সম্মাননা দেয়া হবে বলেও জানান তিনি।
মেসেঞ্জার/ইউনুছ/এমএএন