ঢাকা,  মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪

The Daily Messenger

৬ দফা দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন 

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২২:০৪, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২২:১৩, ২৫ নভেম্বর ২০২৪

৬ দফা দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন 

ছবি: মেসেঞ্জার

দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ছয় দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ও  মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, ফরিদপুর জেলা শাখা। 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন থেকে স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থাসহ ছয় দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।

অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ, প্রচার সম্পাদক হাসিবুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক আ. রহিম, সহ অর্থ সম্পাদক মুশফিকুর রহিম কার্যকরী সদস্য সজিব হোসেন ও তাসরিফ আরেফিনসহ সর্বস্তরের পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ বক্তব্য রাখেন।

মেসেঞ্জার/নাজিমবকাউল/তারেক