ঢাকা,  মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় কলেজ কনসার্টে যু্বক হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২২:১২, ২৫ নভেম্বর ২০২৪

বগুড়ায় কলেজ কনসার্টে যু্বক হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে মেহেদী হাসান নামের এক যুবক হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে শিবগঞ্জ উপজেলার বিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতর নাম রকিবুল ইসলাম রকি (২৩) । তিনি  শহরের জহুরুল নগর এলাকার মঞ্জুর রহমান ডিউয়ের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন  বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি বলেন, রকিকে বিহার হাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে পাঠালে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এঘটনায় বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এর আগে,  গত শনিবার রাত ৯ টায় মেহেদী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানায় নিহতের মা মোছা. সুকী বেগম শ্যামলা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মোট নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রকি বাদে বাকি দুই নামীয় আসামিরা হলেন- শহরের জহুরুল নগর এলাকার মো. মতি  ও মো. শাকিল।

মামলায় হত্যাকাণ্ডের কারণ হিসেবে পূর্ব শত্রুতার জেরের কথা উল্লেখ করেছেন বাদী। এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার মেহেদী হাসান সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত কনসার্ট দেখতে যায়। কনসার্ট দেখে ফেরার সময় কলেজের দক্ষিণ পাশে ১০ বিল্ডিংয়ের সামনে আগে থেকে সেখানে থাকা আসামিরা মেহেদীকে একা পেয়ে হামলা করে।

এজাহারে উল্লেখকৃত আসামিরা চাকু দিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে চাকু দিয়ে মেহেদীর পেটে আঘাত করলে ভুড়ি বের হয়ে যায়। এরপর ঘটনাস্থলে মেহেদীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেসেঞ্জার/এমএএন