জমি নিয়ে দুই ভায়রার মধ্যে দ্বন্দ। আর এই দ্বন্দ না মিটিয়ে দেওয়ায় ইউপি সদস্যকে হত্যার উদ্দেশ্যে এসে আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর হাতে আটক হয়েছেন বাবা-ছেলেসহ ৩ জন। সোমবার রাত ৮টার দিকে এমনই এক ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া গ্রামে। পরে পুলিশ গিয়ে গ্রামবাসীর হাত থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।
আটকরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার দাদুয়া গ্রামের আনিসুর রহমান আনিস, তার ছেলে আরিফুল ইসলাম ও খাকড়াদহ গ্রামের আতিকুল ইসলাম।
জানা গেছে, চাটমোহর উপজেলার ঝাঁকড়া গ্রামে নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী দাদুয়া গ্রামের আনিসুর রহমান ও সাজ্জাদ নামের জনৈক ব্যক্তি সম্পর্কে দুই ভায়রা ভাই। ঝাঁকড়া বিলে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তাদের দু’জনের মধ্যে। বিষয়টি নিয়ে চাটমোহরের হরিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর কামাল হোসেন বেশ কয়েকবার দুই পক্ষের লোকজনকে নিয়ে শালীস বৈঠকে বসেন। কিন্তু কোনো সুরাহা না করে দেওয়ায় কামাল মেম্বরের ওপর ক্ষিপ্ত হন আনিসুর রহমান।
এরই জেরে সোমবার রাত ৮টার দিকে আনিসুরের নের্তৃত্বে ১০/১২ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ ঝাঁকড়া গ্রামে কামাল মেম্বরের ওপর হামলা চালাতে আসেন। এ সময় কামাল মেম্বর পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন আনিসুর, তার ছেলে আরিফসহ ৩ জন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে পুলিশ গিয়ে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধেপুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মেসেঞ্জার/পবিত্রতালুকদার/ইএইচএম