ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নাটোরে বিএনপির নেতাকে পদ থেকে অব্যাহতি

নাটোর প্রতিনিধি,

প্রকাশিত: ১২:৩৭, ২৬ নভেম্বর ২০২৪

নাটোরে বিএনপির নেতাকে পদ থেকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল শেখকে স্ব-পদ ও দলীয় সব পর্যায়ের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভম্বর) নাটোর জেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব মো. রহিম নেওয়াজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানা হয়।

জেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু বলেন, দলীয় সিনিয়র নেতৃবৃদের সম্পর্কে অশালীন বক্তব্য ও আপত্তিকর মন্তব্য এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় গত (১৪ নভম্বর) তাকে শোকজ করা হয়েছিল। তিন দিনের মধ্য স্ব-শরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক ছিল না। এ কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে তার সাংগঠনিক পদ ও দলীয় সব সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপিতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মেসেঞ্জার/আরিফুল/ইএইচএম