ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশিত: ২০:০৮, ২৬ নভেম্বর ২০২৪

টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার দুই

টেকনাফ থেকে রাজধানীতে মাদক এনে তরুণ-তরুণীদের হাতে পৌঁছে দেয় একটি চক্র। এমন তথ্যে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটকসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ৩টার সময় ঢাকার যাত্রাবাড়ির টোল প্লাজা এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার সোনারপাড়া এলাকার বদিউল আলমের ছেলে মো. আবুল কালাম (৪১) ও কক্সবাজার পৌরসভার হাসান কলোনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৯)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয় উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, ঢাকার যাত্রাবাড়ির টোল প্লাজা এলাকায় দুপুর ৩টায় একটি নোয়া গাড়ি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা গাড়ির একটি অংশে বিশেষভাবে লুকায়ে ঢাকায় পাচার করা হচ্ছিল। এ সময় গাড়িচালক মো. আবুল কালাম এবং মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে আটক করে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দুই মাদককারবারির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে মামলা করেন। উদ্ধার মাদক ও নোয়া গাড়ি থানায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা এনে শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ তরুণীসহ  বিভিন্ন শ্রেণীর লোকজনের কাছে ইয়াবা বিক্রি করছিল।

মেসেঞ্জার/ইএইচএম