ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০০:৩৩, ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

ছবি: মেসেঞ্জার

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সর্মথকদের বিক্ষোভের পর সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের ছাত্র-জনতা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ থেকে অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময়ে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন সমর্থকদের সঙ্গে সংর্ঘের পর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। হামলায় নিহত সাইফুল ইসলাম ২০১৮ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

মেসেঞ্জার/শিবলু/তারেক/এসকে