ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় কারণে চার করাতকলের মালিককে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে শিকলবাহা ইউনিয়ের চৌমুহনীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় মৌহছেন আওলিয়া টিম্বার এন্ড সন্সকে ৮ হাজার টাকা, লাইসেন্স না থাকায়, সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় শফি টিম্বার্স এন্ড সমিলকে ১০ হাজার টাকা, লাইসেন্স না থাকায়, সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় খাজা টিম্বার্স এন্ড সমিলকে ১০ হাজার টাকা, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় কর্ণফুলী সমিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আইন বিধি অনুসরণপূর্বক লাইসেন্স গ্রহণ করে লাইসেন্সের শর্ত মোতাবেক করাতকল পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে জনাব এমদাদুল হক, ফরেস্টার, রেঞ্জ কর্মকর্তা, পটিয়া রেঞ্জ প্রসিকিউশন দায়ের করেন। অভিযান পরিচালনাকালে কর্ণফুলী থানার পুলিশ টিম সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত বলেন,লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় কারণে চার করাতকলের মালিককে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/আকাশ/তারেক