ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

পটিয়ায় ছুরিকাঘাতে বাস চালককে আহত করলো দুর্বৃত্তরা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২২, ২৭ নভেম্বর ২০২৪

পটিয়ায় ছুরিকাঘাতে বাস চালককে আহত করলো দুর্বৃত্তরা

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের পটিয়ায় দুই দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাস চালকের ভুঁড়ি বের করার ঘটনা ঘটেছে। বাস চালকের নাম আবদুল আজিজ (৩৫)। তিনি পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মোতাহেরুল হকের পুত্র।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা দুর্বৃত্ত চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার সাজ্জাদ হোসেন (১৮) ও একই এলাকার মৃত ফয়েজ হোসেনের পুত্র সাজ্জাদ হোসেনকে (১৮) কে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোর্পদ্দ করে।

আহত তিনজনেই পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছে। এর মধ্যে গাড়ি চালক আজিজ ও দুর্বৃত্ত আবিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে পটিয়া উপজেলার গিরিশ চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পটিয়া মিনি বাস চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়ার গিরিশ চৌধুরী বাজার এলাকায় পৌছলে হঠাৎ দুই দুর্বৃত্ত গাড়ি চালককে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে গাড়ি চালকের ভুঁড়ি বের করে ফেলে।

এসময় গাড়ি চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে আসে। এক পর্যায়ে ঘটনাস্থলেই দুর্বৃত্ত সাজ্জাদ ও আবিদকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ্দ করে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম ও পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু  জায়েদ মোহাম্মদ নাজমুন নুর ঘটনাস্থলে ছুটে যান।

সেখান থেকে গণপিটুনির কবল থেকে তারা দুই দুর্বৃত্তকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সারিন জানান, ভুঁড়ি বের হওয়া গাড়ি চালক ও অন্য একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে আজিজের অবস্থা আশংকাজনক।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, খবর পেয়ে আমিসহ অতিরিক্ত পুলিশ সুপার জনাব আরিফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষণিক গণ পিটুনির কবল থেকে দু জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। তবে কি কারনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/রানা/তারেক