ছবি : মেসেঞ্জার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগরে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে অম্বরনগর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করে অম্বরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান। উপজেলা বিএনপির সদস্য ও অম্বরনগর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ জালালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. তুহিন চৌধুরী, যুগ্ম আহবায়ক এড. মাহমুদ হাসান শাকিল।
অনুষ্ঠানের বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি কোন সভা সমাবেশ করতে পারেনি। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। কাউকে ঘরে থাকতে দেওয়া হয়নি। আজকে সে জুলুমকারীরা পালিয়ে গেছে।
বক্তারা আরো বলেন, দেশ ও দেশের মানুষের উপর যে অন্যায় হয়েছে৷ তার বিচার হতে হবে। সৈরাচারের দোষররা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এখন সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয় করার।
অনুষ্ঠানে বক্তারা নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আবদুল মান্নানকে বিএনপির মনোনীত প্রার্থী করার আহ্বান জানান।
মেসেঞ্জার/ইয়াকুব/তারেক