ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় নওগাঁ আদালত চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম নওগাঁর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) এ জেড এম রফিকুল ইসলাম, সরকারি আইন কর্মকর্তা (জিপি) সারোয়ার জাহান, নওগাঁ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রেজাউল বাশার, আইনজীবী জোবায়ের হোসেন, মোকসেদ আলী মণ্ডল, শাহ আলম প্রমুখ।
এসময় বক্তারা আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানান। বিক্ষোভকারীরা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান।
নওগাঁ জজ কোর্টের পিপি ও নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এ জেড এম রফিকুল ইসলাম বলেন, 'ইসকন আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন। এরা কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন। স্বৈরাচার শেখ হাসিনার ইন্ধনে ইসকন দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।
সেই পরিকল্পনার অংশ হিসেবে কয়েক দিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সর্বশেষ তারা চট্টগ্রামে প্রকাশ্যে সাইফুল ইসলাম নামের এক আইজীবীকে কুপিয়ে হত্যা করলো। ইসকনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চলছে। অবিলম্বে সন্ত্রাসী এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।'
মেসেঞ্জার/বেলায়েত/তারেক