ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় গণপিটুনিতে অজ্ঞাত গরু চোর নিহত

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৫:৩৪, ২৭ নভেম্বর ২০২৪

বগুড়ায় গণপিটুনিতে অজ্ঞাত গরু চোর নিহত

ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালুতে গরু চুরি করতে এসে গণ পিটুনিতে এক চোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার নারহট্র ইউনিয়নের বোরাইল গ্রামে গণপিটুনিতে গরু চোর নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০।

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, ঐ রাতে গরু চোরের ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল বোরাইল গ্রামের মো. মতিউর রহমানের বাড়িতে গরু চুরি করতে গেলে বাড়ির মালিক মতিউর ও প্রতিবেশিরা টের পেয়ে তাদের আটক করার চেষ্টা করে।

এসময় সংঘবদ্ধ চোরের অন্য সদস্যরা পালিয়ে গেলেও অজ্ঞাত এক চোর গ্রামবাসীর হাতে ধরা পড়ে। ধৃত চোরের পরিচয় গ্রামবাসী বারবার জানতে চাইলেও সে পরিচয় দেয়নি। পরে গ্রামবাসী ধরে গণপিটুনি দিলে ঐ অজ্ঞাত চাের ঘটনা স্থলেই নিহত হয়।

বুধবার (২৭ নভেম্বর) সকালে কাহালু থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহীনুজ্জামান জানান, গণপিটুনিতে অজ্ঞাত এক চোর নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক