ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা ইউনিট। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জি.পি. অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার, সহসভাপতি পি.পি রুহুল আমিন, নারী ও শিশু ট্রাইবুনালের বিশেষ পি.পি. রঞ্জু আরা শিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজবুল কবির, অ্যাড. আহসান হাবিব স্বপন, ইশতিয়াক জলিল সোহাগসহ প্রায় শতাধিক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমাদের সহকর্মী তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং ইসকান সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান তারা।

মেসেঞ্জার/কেশব/তারেক