ছবি : মেসেঞ্জার
২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারী পিলখানার ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নারকীয় হত্যাকান্ডের ষড়যন্ত্রকারী মদদদাতাদের বিচার এবং চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পূর্নবহালের দাবীতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বিডিআর কল্যান পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধন কর্মসূচিতে বিডিআর কল্যান পরিষদ নওগাঁ জেলা শাখার সমন্বয়ক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিডিআর মো. মোস্তাফিজুল রহমান, সাদিকুর রহমান, সোহরাব হোসেন, বিডিআর স্ত্রী রেশমা, রাশেদা বানুসহ নওগাঁ জেলার বিডিআর কল্যান পরিষদের সকল সদস্য এবং তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/বেলায়েত/তারেক