ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আইনজীবী সাইফুল হত্যা বিচার ও ইসকন নীলফামারীতে নিষিদ্ধের দাবি

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ১৯:১৬, ২৭ নভেম্বর ২০২৪

আইনজীবী সাইফুল হত্যা বিচার ও ইসকন নীলফামারীতে নিষিদ্ধের দাবি

ছবি: মেসেঞ্জার

নীলফামারীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. সাইফুল ইসলামকে হত্যা ও ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, “ল” ইয়ার কাউন্সিল এবং সর্বস্থরের ধর্মপ্রাণ মুসল্লিদের যৌথ আয়োজনে  এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি জেলা জজ চত্বর থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে  প্রধান ডাক ঘরের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এই কর্মসূচী জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতারা একাত্বতা ঘোষনা করেন। সমাবেশে আ্যডভোকেট সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যার বিচারসহ উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

নীলফামারী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম মোস্তফা সজিবের সঞ্চলনায় ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এ্যাডঃ আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, “ল” ইয়ার কাউন্সিলের সভাপতি এ্যাডঃ আল ফারুক আব্দুল লতিফ, এ্যাডঃ রবিউল আহসান, এ্যাডঃ আল মাসুদ চৌধুরী, এ্যাডঃ আনিছুর রহমান আজাদ, এ্যাডঃ মামুনুর রশীদ পাটোয়ারী, এ্যাডঃ আসাদুজ্জামান রিনো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রায়হান, সোহেল রানা, সাইয়েদ গোলাম আজম, মেহেদী হাসান আশিক, ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আওয়ামীলীগ ও ভারতের ইন্ধনে ছাত্র জনতার অভ্যুত্থান ধূলিস্যাৎ ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে।

আমাদের সবাইকে ধৈর্যের সাথে একতাবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। অনতিবিলম্বে ইসকন সংগঠনকে নিষিদ্ধ না হলে কঠোর  কর্মসূচি দিয়ে আন্দোলনে নামার হুশিয়ারী দেন বক্তারা।

মেসেঞ্জার/তারেক