ছবি: মেসেঞ্জার
কয়েকদিন আগেও খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত ছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগ, অব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। তাদের দাবিগুলো ছিল ন্যায্য। প্রধান শিক্ষকের অনিয়মিত উপস্থিতি ও অদক্ষতার ফলে শিক্ষা কার্যক্রমের ক্ষতি হওয়া ছাড়াও বিদ্যালয়টি তার অতীত ঐতিহ্য হারানোর পথে ছিল।
টানা আন্দোলনের পর গত ২৫ নভে. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার পর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল ওহাব কে বিদ্যালয়ের দায়িত্ব প্রদান করা হয়। আর এতে অবসান ঘটে দীর্ঘ অচলাবস্থার। পরে বুধবার বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ শুরু করে।ফলে দীর্ঘদিন পর উপজেলা সদরের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব জানান, সমস্যার সমাধানের পর থেকে নিয়মিত বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ২৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অভিভাবক ও সাবেক কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ শিক্ষার পরিবেশ টিকিয়ে রাখতে শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব বিদ্যালয়ের সমস্যা সমাধানে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
মেসেঞ্জার/সবুজ/তারেক