ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

কর্ণফুলীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা 

কর্ণফুলী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ২৭ নভেম্বর ২০২৪

কর্ণফুলীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা 

ছবি: মেসেঞ্জার

বেকারী পণ্যে উৎপাদন এর তারিখ না থাকায়, মূল্য না থাকায় ,অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় আধুনিক বেকারিকে ৪০ হাজার টাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় শাহ আমানত হোটেল এন্ড বিরানী হোটেলকে  ৩ হাজার  টাকাসহ ২ টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত

২৭ নভেম্বর বিকালে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মাসুমা জান্নাত নেতৃত্বে উপজেলার কলেজ বাজার এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য,অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য ও মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং অত্যাবশকীয় পণ্য বিক্রির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় , চট্টগ্রাম  এর ব্যবসা বাণিজ্য শাখা থেকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণ পূর্বক অত্যাবশকীয় পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে কর্ণফুলী থানার পুলিশ টিম সহায়তা করেন। উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় তালিকা না থাকায়, বেকারী পণ্যে  উৎপাদন তারিখ না থাকায় মোট ২ টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে, উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/আকাশ/তারেক

আরো পড়ুন