ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

রাজশাহীতে সাংবাদিকদের সাথে আশার সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:২৫, ২৭ নভেম্বর ২০২৪

রাজশাহীতে সাংবাদিকদের সাথে আশার সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় অনুষ্ঠিত

ছবি: মেসেঞ্জার

রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ আত্মনির্ভর ও স্ব-অর্থায়িত ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর উপশহর এলাকার একটি হোটেলের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।

আশার রাজশাহী ডিভিশাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি শ.ম সাজু ও আশার জুনিয়র এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম, টিম-সি) মীর আনিছুর রহমান। সভা সঞ্চালনা করেন এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম চৌধুরী।

এছাড়া সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ আশরাফ ফারুক, সিডিএম মোঃ আব্দুল লতিফ, আরএম, এসই, বিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আশা’র রাজশাহী বিভাগের ২২৬টি ব্রাঞ্চের কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫ লাখ ৩৯ হাজার ৪৬০ জনের মাঝে ৩ হাজার ১৯৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৪৮১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আশা-রাজশাহী বিভাগের ১ হাজার ৬৯টি কেন্দ্রে ৩৫ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী নিয়ে আশার প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ১ হাজার ৪৬৮ জন সদস্যের মাঝে ২ কোটি ৪৬ লাখ টাকা স্যানিটেশন ঋণ বিতরণ করা হয়েছে। ৫টি স্বাস্থ্য কেন্দ্রে ৪৯ হাজার ৩৫৬ জনকে স্বাস্থ্যসেবা এবং ২টি ফিজিওথেরাপী সেন্টারে ৮ হাজার ৩৪৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া ৩ হাজার ৮৩৪ সদস্যের ১ হাজার ২৩৮ কোটি টাকার বীমাদাবি পরিশোধ করা হয়েছে। মৃত্যুজনিত দাফন-কাফনে ৫ হাজার টাকা করে ৯৩২জনকে ৪৬ লক্ষ টাকা, ৫৫ জনকে ৮ কোটি ২৫ লক্ষ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে ১ হাজার ৬শ’ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক

আরো পড়ুন