ছবি: মেসেঞ্জার
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১দিকে নাটোরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও ) মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে নলডাঙ্গা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে আটটায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলার প্রধান প্রধান সড়ক ও সড়ক সজ্জিত করা হবে।
এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটির সাথে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করবে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নলডাঙ্গা শহীদ স্মৃতি স্তম্ভে ১৪ ডিসেম্বর সকালে পুষ্পস্তবক অর্পণ করবেন উপজেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনগণ। সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডবি) অফিসার মোঃ মোস্তফা সারওয়ার শাহিন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম আল ইমরান, উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিকুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোঃ ফজলার রহমান, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ,পৌন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার,নলডাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউডিএফ)কর্মকর্তা মোঃ আছাফুল ইসলাম সিদ্দিকী,নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসকবৃন্দ।
মেসেঞ্জার/আরিফুল/তারেক