ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৭ জন খালাস

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৬:০৬, ২৮ নভেম্বর ২০২৪

বগুড়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৭ জন খালাস

ছবি : মেসেঞ্জার

দীর্ঘ ৮ বছর পর বগুড়ার গাবতলী উপজেলার আলোচিত সোনারায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এই রায় দেন। রায়ে কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলো, হেলাল উদ্দিন ও মো. মানিক মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এই মামলায় অভিযুক্ত অপর ৭ আসামিকে খালাস দেওয়া হয়।   

বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামি দুই জনকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ২০১৬ সালে (৯ জুলাই) রাত ৩টার দিকে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে মাথায় গুলি করা হয় তৎকালীন সোনারায় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলামকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি (২৩ জুলাই) মারা যান। দীর্ঘ ৮ বছর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।

মেসেঞ্জার/আলমগীর/তারেক