ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

জামালপুরের মাদারগঞ্জ শ্মশানের সরকারী গাছ কেটে নিলেন সাবেক সরকারী কর্মচারী

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১২, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৫৬, ২৮ নভেম্বর ২০২৪

জামালপুরের মাদারগঞ্জ শ্মশানের সরকারী গাছ কেটে নিলেন সাবেক সরকারী কর্মচারী

ছবি: মেসেঞ্জার

জামালপুরের মাদারগঞ্জে পুরাতন শ্মশানের সরাকারী জমি থেকে বট গাছটি কেটে নিয়েছে এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। দর্শনীয় এই বটগাছ কাটা নিয়ে মুহুর্তে সামজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। বৃহস্পতিবার ২৮ (নভেম্বর) সকালে পৌর এলাকার চাঁদপুর গ্রামের সাবেক সেনাসদস্য আবুল মনসুর হেলাল কারো অনুমোদন না নিয়েই গাছটি কেটে ফেলে।

জানাযায়, মাদারগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী খরকা বিলের পাশে দর্শনীয় জায়গায় এই বটগাছটি ছিল। এই বটগাছের ছায়ায় পথচারীরা বিশ্রাম ও ক্লান্তি নিবারণ করতেন। এবং সনাতন লোকজন আগে এখানে শ্মশান হিসাবে জায়গাটি ব্যাবহার করতো। পরবর্তী তে শ্মশানটি স্থানান্তরিত হলেও এখানে পূজা আর্চনা ও মানত দিতো। এ ছাড়া বিভিন্ন সময় এখানে মেলা অনুষ্ঠিত হতো।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ করলে বিষয়টি নিয়ে ঝড়উঠে। কিন্তু কোন কিছু তোয়াক্কা না করে তিনি গাছটি কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্ জানান, গাছ কাটা একটি গর্হিত কাজ। খবর পেয়ে আমি সহকারী কমিশনার ( ভুমি) কে পাঠিয়েছিলাম। দুঃখের বিষয় তিনি যাওয়ার আগেই গাছটি সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। বৃক্ষ নিধনকারী র বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে এবং কাটা গাছের অংশ সরকারী ভাবে জমা রাখা হয়েছে।

এ ব্যাপারে আবুল মনসুর হেলাল এর সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে কল দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মেসেঞ্জার/উজ্জ্বল/তারেক