ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ২৮ নভেম্বর ২০২৪

মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

মুন্সিগঞ্জের শ্রীনগরের বাঘড়া এলাকা থেকে বিকাশ গ্রুপের ৩ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার ভোর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,রাহাত তালুকদার,বায়েজিদ ও তরিকুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান দেশীয় এলজি পিস্তল উদ্ধার করে পুলিশ। 

চক্রের এই তিন সদস্য শ্রীনগরের বাঘড়া এলাকার আলোচিত বিকাশ গ্রুপের সদস্য। তাদের বিরুদ্ধে এলাকায় হত্যা-রাহাজানি ও জমি দখলসহ নানা অভিযগে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে,গোপন সংবাদের ভিক্তিতে বিকাশ গ্রুপের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে  তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মেসেঞ্জার/শুভ ঘোষ/তুষার