ঢাকা,  শুক্রবার
২৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

কাপ্তাই জাতীয় উদ্যান গভীর অরণ্যে ৬ টি বনমোরগ অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৪, ২৮ নভেম্বর ২০২৪

কাপ্তাই জাতীয় উদ্যান গভীর অরণ্যে ৬ টি বনমোরগ অবমুক্ত

ছবি: মেসেঞ্জার

রাঙ্গামাটির  কাপ্তাই জাতীয় উদ্যানে গভীর অরণ্যে প্রাকৃতিক পরিবেশে ৬ টি বনমোরগ  অবমুক্ত করা হয়েছে। বহস্পতিবার বিকেলে কাপ্তাই রেঞ্জ অফিসার  এএসএম ম‌হি উ‌দ্দিন চৌধুরী এর নেতৃত্বে এই জীবন্ত বনমোরগ অবমুক্ত করা হয়। এসময় রাঙ্গামাটির সদর রেঞ্জের বিশেষ টহল দলের দলনেতা মোঃ সফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম, জুম নিয়ন্ত্রণ বন বিভাগের মোঃ শহিদুল আলম সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (২৭ নভেম্বর) পার্বত‌্য চট্রগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগ ও পার্বত‌্য চট্রগ্রাম উত্তর বন বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) এর  নির্দেশে  রাঙ্গামাটি  সদর উপ‌জেলার  তবলছড়ি ব্রিজের উপর হ‌তে নিউজ ২৪ এর  স্টাফ রিপোর্টার এবং বিশেষ টহল দল কর্তৃক ০৬ (ছয়) টি জীবন্ত বন মোরগ উদ্ধার করা হয়। ।

মেসেঞ্জার/রিপন/তারেক