ঢাকা,  শুক্রবার
২৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

আইনজীবির কবর জেয়ারত করলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২২:২১, ২৮ নভেম্বর ২০২৪

আইনজীবির কবর জেয়ারত করলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার 

ছবি : মেসেঞ্জার

লোহাগাড়ার কৃতি সন্তান এডভোকেট সাইফুল ইসলামের কবর জেয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩টার দিকে তিনি এডভোকেট সাইফুল ইসলামের নিজ গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গায় যান। তার কবর জেয়ারত করেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গ্রামের বাড়িতে এডভোকেট সাইফুল ইসলামের কবর জেয়ারত শেষে মোনাজাত করার সময় অঝোরে কাঁদলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর, সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতে ইসলামী নায়েবে আমীর নজরুল ইসলাম খাঁন,দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি বদরুল হক, কর্ম পরিষদ সদস্য জাফর সাদের, ড. হেলাল উদ্দিন নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, এসিসট্যান্ড সেক্রেটারি মাওলানা আনম নোমান, বটতলী শহর জামায়াতে ইসলামী আমীর প্রফেসর জালাল আহমদ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমীর, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরীসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

কবর জেয়ারত শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান লোহাগাড়া-সাতকানিয়াবাসীর জন্য সালাম ও দোআ পৌঁছে দিতে বলেছেন। আমাদের প্রিয় ভাই এডভোকেট সাইফুল ইসলামকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সে খবর পড়তে গেলে কস্ট লাগে। আমরা খুব বেশি ব্যতিত হয়েছি। শহীদ সাইফুলের পিতার উদ্দেশে তিনি বলেন, আপনি দুনিয়ায় যেমন এ সন্তানের জন্য মর্যাদাবান হয়েছেন, তেমনি দুনিয়ার ইতিহাসে যুগ যুগ ধরে আপনার নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, বাংলাদেশ আজকে নতুন অভিযাত্রায় শুরু করেছে, অনেক ষড়ষন্ত্র চলছে। সকল চক্রান্ত ও  ষড়ষন্ত্র থেকে দ্বীনের এ আন্দোলনকে হেফাজত থেকে রক্ষা করুন। ধৈর্য্যের সাথে আমরা আগামীতে আমাদের দ্বীনের কাজ চালিয়ে যাবো।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় চিন্ময়ের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। 

মেসেঞ্জার/রায়হান/তুষার