ঢাকা,  শুক্রবার
২৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

লোহাগাড়ায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে লাশ হয়ে ফিরলো কলেজ শিক্ষার্থী

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৪৭, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:৪৮, ২৮ নভেম্বর ২০২৪

লোহাগাড়ায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে লাশ হয়ে ফিরলো কলেজ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং অপর আরেকজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী মো. রাকিব (২১) সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ২নং ওয়ার্ডস্থ হাজারকিল এলাকার রাজমিস্ত্রী নুরুল ইসলামের ছেলে। আহত আরিফ (২২) একই এলাকার জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও আরিফ দু’জনে বন্ধু এবং রাকিব সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী। ঘটনার সময় বাড়ি থেকে দু’জনে দুটি মোটর সাইকেল নিয়ে আমিরাবাদে একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। সাথে ছিল গিফট। যাওয়ার পথে দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে রাকিব প্রাণ হারায়। আহত আরিফকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। 

পথচারী মো. কায়েম বলেন, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ছুটে গিয়ে দেখি তারা মাটিতে পড়ে আছে। বাসটি পিছন দিয়ে তাদের বাইকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়।

নিহত রাকিবের বন্ধু ফয়সাল বলেন, তারা বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। ঘটনার খবর শুনে হাসপাতালে এসে বন্ধুর লাশ দেখতে পেলাম। 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান উদ্দিন জানান, প্রচুর রক্তক্ষরণ, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রাকিব হাসপাতাল নিয়ে আসার পূর্বে ঘটনাস্থলে মারা যায়। আহত আরিফ তার কোমরে প্রচন্ড আঘাত পেয়েছেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থল যান লোহাগাড়া থানার এসআই মাসুদ আলমসহ পুলিশের একটি টিম।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

মেসেঞ্জার/রায়হান/এসকে/ইএইচএম