ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে কীটনাশক কারখানায় আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ২৯ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে কীটনাশক কারখানায় আগুন

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে একটি কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। শুক্রবার (২৯ নভেম্বর) সোয়া ১১টার দিকে নগরীর মাসকান্দার শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান সমকালকে বলেন, শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে শিল্প এলাকার একটি কীটনাশক কারখানায় আগুন লাগার খবর পাই।

খবর পেয়ে ১১টি ইউনিট নিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। সদর থেকে প্রথমে দুটি ইউনিট আসে। ভয়াবহতা দেখে আরও একটা ইউনিট এখানে এসে যোগ দেয়। অবস্থার অবনতি হলে ত্রিশাল, কৃষি বিশ্ববিদ্যালয় মিলে ১১টি ইউনিট আগুন নেভাতে আসে।  

তিনি আরও বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। তবে হতাহতের খোঁজ পাওয়া যায়নি।

মেসেঞ্জার/তারেক