ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মুন্সিগঞ্জে বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন গুরুতর জখম

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ২৯ নভেম্বর ২০২৪

মুন্সিগঞ্জে বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন গুরুতর জখম

ছবি : মেসেঞ্জার

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা স্থানীয় বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের আধিপত্যের দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৪ জনকে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে ঢাকা মেডিক্য়াল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা।

শুক্রবার (29 নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার নয়াগাঁও মিরেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহতরা জানান, নদীতে বালু উত্তোলনের ড্রেজার বসানোকে কেন্দ্র করে স্থানীয় ইট বালুর ব্যবসায়ী বিএনপি নেতা মনির হোসেনের সাথে বেশ কয়েকদিন যাবত দ্বন্দ্ব চলছিল একই এলাকার মানিক মাদবর ও তার লোকজনের।

সেই বিরোধের জের ধরে দুপুরে মনির হোসেনের বালুর গদিতে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় প্রায় ১০ থেকে ১২ জন। এ সময় কুপিয়ে গুরুতর আহত করা হয় ৪ জনকে। পরে লুট করে নেয়া হয় নগদ অর্থসহ বিভিন্ন মালামাল।

এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসকরা রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

এ ঘটনায় আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রুহুল আমিন। এছাড়া প্রাথমিক চিকিৎসা শেষে মো. হোসেন (৩৫) নামের আরও একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব-দে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে, তবে এ ঘটনা এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মেসেঞ্জার/শুভ/তুষার