ছবি : মেসেঞ্জার
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের ৫ তম এজিএম সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (29 নভেম্বর) সোনাইমুড়ী চড়ূই ভাতি চাইনিজে এজিএম সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের সভাপতি এপেক্সিয়ান হাছানুর রশিদ।
এজিএমে এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান ডাঃ ইমতিয়াজ আহমেদ ও সেক্রেটারি নির্বাচিত হন এপেক্সিয়ান এবিএম এজাজ উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিএনপি এপেক্সিয়ান নিজাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ জিলা -০৮ এর গভর্নর এপেক্সিয়ান জসিম উদ্দিন, পিডিপি এপেক্সিয়ান মোনাব্বের হোসেন সেলিম, এপেক্স বাংলাদেশ জিলা -০৮ এর সেক্রেটারি এপেক্সিয়ান ইয়াছিন সুমন। অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান আলাউদ্দিন সোহেল।
এজিএমে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান জসিম উদ্দিন, এপেক্সিয়ান মোদাব্বের হোসেন সেলিম, এপেক্সিয়ান মির্জা শাহাদাত ইমরান। এজিএমের কার্যবিবরণী শেষে নির্বাচন কমিশনার এপেক্সিয়ান মির্জা শাহাদাত ইমরান নতুন কমিটি ঘোষণা করেন।
এজিএমে এপেক্স ক্লাব নোয়াখালী, এপেক্স ক্লাব কুমিল্লা, এপেক্স ক্লাব কুমিল্লা সিটি, এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, এপেক্স ক্লাব অব সোনাইমুড়ী, এপেক্স ক্লাব অব লক্ষ্মীপুর, এপেক্স ক্লাব অব মেঘনার নেতৃত্ববৃন্দ যোগদান করেন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালাম অসহায় মানুষকে সহায়তা, শিক্ষা সহায়তা, গৃহ নির্মাণ, ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।
মেসেঞ্জার/ইয়াকুব/তুষার