ছবি : মেসেঞ্জার
বাগেরহাটে পূর্ব শত্রুতার জের ধরে ৮ম শ্রেণীর ছাত্রীর উপরে হামলা। নিরাপত্তাহীনতায় রয়েছে ছাত্রী ও তার পরিবার। বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে হামলার শিকার ছাত্রী ও তার পরিবার।
শনিবার (৩০ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতনের শিকার স্কুল ছাত্রী রোশনি আক্তার। রোশনি আক্তার শহরের বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, (২৮ নভেম্বর) বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে শহরের নাগেরবাজার এর জুয়েল হাওলাদার ওরফে রাখা বাগেরহাট স্টেডিয়াম রোড আমাদের নিজ বাড়ির সামনে রাস্তার উপরে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে এলোপাথারি মারধর করেন।
এসময় আমার পিতা মাতা ও ছোট ভাই ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়। হামলাকারী রাখার ভাই সোহেল আমাদের ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকে আমার ছোট ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে এক লক্ষ্য টাকা চাদা দাবী করেন, আমার ভাইয়ের প্রান বাচাতে নগদ এক লক্ষ্য টাকা দিতে বাধ্য হই।
পরবর্তীতে যাবার সময় আমাদের বাসার আসবাবপত্র ভাঙচুর করে ও হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে আমার মা আদুরি বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন, রোশনি আক্তারের পিতা শামিম বিশ্বাস,মাতা আদুরী আক্তার ও তার স্কুল সহপার্টীরা।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাঈদুর রহমান বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত অপূর্বক আইননিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেসেঞ্জার/রিফাত/তারেক