ছবি : মেসেঞ্জার
কাউকে ভয় দেখিয়ে নয়, উদারতা ও আন্তরিকতা দিয়ে, ইতিবাচক, ভাল কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক হয়ে মাঠে থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লায়ন নাজমুল মোস্তফা আমিন।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া সিটিজেন পার্ক চত্বরে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার উপর জনমত গঠনের লক্ষ্যে উপজেলা যুবদলের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাজমুল মোস্তফা আমিন বলেছেন, এলাকার মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। শৃঙ্খলা ভাঙলে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না। আমরা একত্রিত থাকলে রাষ্ট্রক্ষমতায় কেউ আটকানো যাবেনা। এ সময় সবাইকে জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী ১মাসের মধ্যে প্রত্যেক ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন করতে হবে। সেখানে যুবদলের কর্মীদের দক্ষতা প্রমাণ করতে হবে। সাংগঠনিক কার্যক্রম মজবুত করতে হবে। যুবদল একটি সংগঠনের বড় ভাই,চালিকা শক্তি।
যুবদলের কর্মীদের ঐক্য থাকতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। কোন রকমের অবৈধ ব্যবসায়, চাঁদাবাজিতে লিপ্ত হওয়া যাবেনা। দীর্ঘ ১৭বছর নেতাকর্মীরা কস্ট পেয়েছে। দলকে ডুবানো যাবেনা। ১৭বছর পরে যু্বদলের এ বৃহৎ অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা যু্বদলের আহবায়ক শব্বির আহমদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী।
উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দিন আল নাজির এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য, উপজেলা যুবদল নেতা মো. নাছির উদ্দিনের যৌথ সঞ্চালনায় কর্মী সভায় লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম, এডভোকেট মুহাম্মদ এহেছানুল হক, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মামুনুর রশিদ চৌধুরী মামুন মেম্বার, সদস্য সচিব সমশুল ইসলাম মেম্বার, চুনতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফিজুর রহমান, আধুনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাছির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো. ইছহাক, যুবদল নেতা রবিউল আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মো. আরাফাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন কোম্পানী, উপজেলা যুবদল নেতা মোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা মনজুর আলম, যুবদল নেতা নাছির উদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আলম, যুবদল নেতা আলমগীর, আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা মাস্টার শওকত, যুবদল নেতা আরিফ, মিনহাজ, মানিক, কলাউজান যুবদল নেতা জসিম উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সুজন, পদুয়া ইউনিয়ন যুবদল নেতা ডা. শাহ আলম, পুটিবিলা ইউনিয়ন যুবদল নেতা আমিনুল হক, চুনতি ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাকিম, সদর ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন, শাহজাহান, সালাউদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন যুবদল নেতা ফরিদ, চরম্বা যুবদল নেতা শহীদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক কায়েস উদ্দিন, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/রায়হান/তারেক