ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বাগেরহাটে বকেয়া বেতনের দাবিতে পৌর গেটে তালা ও সড়ক অবরোধ করে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ১ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে বকেয়া বেতনের দাবিতে পৌর গেটে তালা ও সড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি: মেসেঞ্জার

বাগেরহাট পৌরসভার সুইপার মাস্টাররোলের ২৫০ জনের অধিক কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে পৌরসভার গেটে তালা দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

রবিবার সকালে বাগেরহাট পৌরসভার প্রধান গেটের সামনে পৌরসভার সুইপার ও মাস্টাররোলের কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে পৌরসভার গেটে তালা দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গত ৬ মাসের বকেয়া বেতনের দাবীতে তারা এ কর্মসূচী পালন করে।

বিক্ষোভকারীরা জানান, গত ছয় মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সামান্য বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তার ওপর বেতন না পাওয়ায় তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। পৌরসভার বিভিন্ন শাখায় মোট ২২৭ জন কর্মচারী রয়েছেন। তারা ছয় মাস ধরে বেতন পাননি।

বিক্ষোভকারীরা বলেন, আমরা নিম্ন শ্রেণীর কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে দারুণ কষ্টে দিন কাটাচ্ছি। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধের জন্য পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোরালো দাবি জানান।

বেতন না পাওয়ায় অনেক কর্মচারী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। সংসার চালানোর জন্য ধার-দেনা করে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় দ্রুত বকেয়া বেতন পরিশোধ না হলে কর্মচারীদের জীবন আরও সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিক্ষোভ কর্মসূচির সময় তারা তাদের দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে শ্লোগান দেন এবং দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা আদায়ে কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপ আশা করছেন। বিক্ষোভের কারণে পৌরসভা এলাকায় সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এসময় বিক্ষোভকারীরা আরো বলেন, আমাদের গত ৬ মাস থেকে বেতন বন্ধ রয়েছে। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে দিনযাপন করছি। আজ আমাদের বকেয়া বেতন না দিলে পৌরসভার গেটের তালা খুলবো না আর সেই সাথে রাস্তা থেকেও যাবো না। আমাদের দাবী না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

মেসেঞ্জার/রিফাত/তুষার