ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রায়পুরে উদ্বোধন হলো গুহা নামের আধুনিক চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ১ ডিসেম্বর ২০২৪

রায়পুরে উদ্বোধন হলো গুহা নামের আধুনিক চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রায়পুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গুহা নামের একটি আধুনিক মানের চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই আধুনিক রেস্টুরেন্টটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন খালেদার জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।

রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অতিথিরা নতুন রেস্টুরেন্টের নান্দনিক পরিবেশ এবং খাবারের গুণগত মানের প্রশংসা করেন।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মেহেদি হাসান জিয়ন জানায়, গ্রাহকদের জন্য এখানে থাকবে বহুমুখী চাইনিজ, থাই এবং দেশীয় খাবারের সমাহার। খাবারের পাশাপাশি রয়েছে পরিবার এবং বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য আরামদায়ক পরিবেশ। এছাড়াও শিশুদের জন্য রয়েছে বিদেশি মানের খেলাধুলার ব্যবস্থা।

উদ্বোধনী উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট ও অফার। জিয়ন আরও বলেন, আমাদের লক্ষ্য হলো রায়পুরবাসীর জন্য বিশ্বমানের খাবার ও সেবা নিশ্চিত করা। আমরা আশা করি, এই রেস্টুরেন্টটি সবার পছন্দের একটি জায়গা হয়ে উঠবে। আধুনিক মানের রেস্টুরেন্টটি সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

মেসেঞ্জার/সুমন/তারেক