ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনেকবি সাহিত্যিক লেখকদের মিলন মেলা

রংপুর ব্যুরো  

প্রকাশিত: ১৫:৩৫, ১ ডিসেম্বর ২০২৪

রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনেকবি সাহিত্যিক লেখকদের মিলন মেলা

ছবি : মেসেঞ্জার

বিশুদ্ধ আত্মা-সুন্দর সমাজ, স্লোগানে রংপুরে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় সাহিত্য সম্মেলন। রোববার (১ ডিসেম্বর) সকাল ১১টায় রংপুর টাউন হলে লেখক পরিষদের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন কবি সালেম সুলেরী। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম।

পরিষদের সভাপতি কাজী মো. জুননুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডী ড. মো. এমদাদুল হক, দৈনিক যুগের পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাসস এর পরিচালনা বোর্ডের সদস্য মমতাজ শিরীন ভরসা, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু, পল্লী কবি জসিম উদ্দিনের পুত্র খুরশীদ আনোয়ার জসীম উদ্দিন, প্রবাসী কবি কণ্ঠশিল্পী সহিদুল ইসলাম, ভারতের কবি পারুল কর্মকার, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন এর আহবায়ক জহির আলম নয়ন, লেখক ও শিক্ষাবিদ ড. এ আই এম মুসা, মোতাহার হোসেন সুজন, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কবি ফরিদ আহমদ দুলাল, স ম শামসুল আলম, প্রাবন্ধিক বাবুল আনোয়ার।

বক্তব্য রাখেন, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাহিত্য সম্পাদক মজনুর রহমান, জেলা সভাপতি এটিএম মোর্শেদ, সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, রশীদুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার ৩ শতাধিক কবি, লেখক ও সাহিত্যিক অংশ নেন। তাদের মুগ্ধ পদচারনায় মিলন মেলায় পরিণত হয় টাউন হল চত্বর। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা, গুণী সাহিত্যিক, সেরা সংগঠকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাননা দেয়া হয়। উন্মোধচন করা হয় স্মারকগ্রন্থ মানুষ।

অংশগ্রহণকারীরা বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর মুক্ত পরিবেশে তারা লেখালেখি করতে পারছেন। এই সম্মেলনে নিজেদের মধ্যে লেখালেখির ভাব বিনিময়ের পাশাপাশি পারস্পারিক সম্পর্ক জোড়ালো হচ্ছে। যা লেখকদের লেখায় ২৪ আকাঙ্ক্ষাকে সুচারুভাবে প্রতিফলিত করবে। 

বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমেদ জানান, রংপুর বিভাগের লেখকদের নিবিড় বন্ধন তৈরি করতেই এই উদ্যোগ। মুক্ত পরিবেশে লেখকরা অংশ নিয়েছেন এবং নিজেদের মধ্যে তারা লেখা সম্পর্কিত বিষয়ে আলাপ-আলোচনা করেছেন। আমরা মনে করি এই আয়োজন রংপুর বিভাগের লেখকদের লেখালেখিকে আরো শানি তো করবে। পাশাপাশি তরুন প্রজন্মের মধ্যে সৃজনশীল লেখালেখি কর্মকাণ্ডে উৎসাহিত হবে। 

সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকে (রংপুর)। গুণী সাহিত্যিক সম্মাননা পান দিলরুবা শাহাদৎ (রংপুর), মজনু শাহ (নীলফামারী), আতাউর মালেক (লালমনিরহাট), শামীম মাহবুব (গাইবান্ধা), জিল্লুর রহমান (দিনাজপুর), জুনায়েদ কবির বাবু (ঠাকুরগাঁও), কিসওয়ার জাহান ওয়াহেদা বানু (পঞ্চগড়), মো. আরমান আলী (কুড়িগ্রাম)।

সেরা সংগঠক সম্মাননা পান রশীদুল ইসলাম চৌধুরী। সেরা শাখা সংগঠন সম্মাননা পায় গাইবান্ধা জেলা কমিটি। বন্ধুপ্রতিম সংগঠন সম্মাননা পায় ছান্দসিক সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, রংপুর।

মেসেঞ্জার/মান্নান/তারেক