ছবি : মেসেঞ্জার
২১ শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাস পেয়েছেন। তাদের খালাসের খবরে খুলনার পাইকগাছায় আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আনন্দ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের নিচে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি ডা. মো. আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপি'র সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌরসভা বিএনপি'র আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, এ্যাডঃ সাইফুদ্দিন সুমন, যুবনেতা এস এম মোহর আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা, পৌরসভা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী।
মেসেঞ্জার/সবুজ/তুষার