ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১ ডিসেম্বর ২০২৪

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত

ছবি: মেসেঞ্জার

রাঙ্গামাটির  কাপ্তাই রেঞ্জের সংর‌ক্ষিত ব‌নের  প্রাকৃতিক পরিবেশে ৭ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে এর আয়তন ৮ ফুট। রবিবার  (১ ডিসেম্বর ) বিকেল ৫ টায়  কাপ্তাই রেঞ্জ অফিসার  এএসএম ম‌হি উ‌দ্দিন চৌধুরী এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে  অবমুক্ত করেন।

এর আগে রবিবার (১ ডিসেম্বর ) দুপুর ১২ টায় পার্বত‌্য চট্রগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) এর  নির্দেশে রাঙ্গামাটি  সদর উপ‌জেলাধীন টিটিসি রোড এলাকা সংলগ্ন একটি বাড়ি হ‌তে স্থানীয় জনগ‌নের সহায়তায় বিশেষ টহল কর্তৃক  এই  বা‌র্মিজ অজগর স‌াপটি উদ্ধার করা হয়।

মেসেঞ্জার/রিপন/জেআরটি