ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ইসকন নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে হেফাজতের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ২ ডিসেম্বর ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে হেফাজতের বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার সকালে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ষ্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয় তারা।

এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ, মাওলানা আবু দাউদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে। তাহলে আওয়ামী লীগের সঙ্গী, এদেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না?

এসময় হেফাজতে ইসলামের নেতারা ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘বিপ্লবী সরকার এত ভীতু হলে হবে না। ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব। অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবী জানান তারা।

মেসেঞ্জার/শাহজাহান/তুষার