ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চাটমোহরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল যুবকের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৮, ২ ডিসেম্বর ২০২৪

চাটমোহরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল যুবকের

ছবি : মেসেঞ্জার

পাবনার চাটমোহরে জমি চাষ দিয়ে বাড়ি ফেরার পথে নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন আমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক। রোববার রাত ৮টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের বনগ্রাম এলাকার নাসির উদ্দিনের ছেলে।

জানা গেছে, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিজের ট্রাক্টর চালিয়ে জমিতে চাষ দিতে যান আমিনুল। রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে জমি থেকে প্রধান সড়কে (চকপাড়া) ওঠার সময় ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক্টরটি উল্টে আমিনুলের গায়ের ওপর পড়ে যায়। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন তিনি। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মারা যান আমিনুল।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।

মেসেঞ্জার/রিমন/তারেক