ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রীনগরে প্রবাসী হত্যা মামলায় মুলহোতাসহ তিন আসামী গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ২ ডিসেম্বর ২০২৪

শ্রীনগরে প্রবাসী হত্যা মামলায় মুলহোতাসহ তিন আসামী গ্রেফতার

ছবি : মেসেঞ্জার

মুন্সিগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) কে হাত-পা বেঁধে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় মূল অভিযুক্তসহ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াসিম খান (৩৮) এবং তার সহযোগী মোহাম্মদ রনি (৩৫) ও শাহিন প্রধান (৩৬)।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকা থেকে প্রথমে শাহিন ও রনিকে গ্রেপ্তার করা হলে তাদের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর কদমতলী থেকে হত্যাকাণ্ডের ঘটনার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী। তিনি জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন গত শুক্রবার (২৯নভেম্বর)। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এরপর সোমবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য গত বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গাঁদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা নিখোঁজ প্রবাসী রমজান মুন্সীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর ২ দিন আগে গত সোমবার (২৫ নভেম্বর) দেওলভোগ বাজারে যাওয়ার কথা বলে সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। তবে পরের দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) নিহত প্রবাসী রমজান মুন্সি সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছে পরিবার, হত্যাকাণ্ডের ঘটনার দেড়-মাস আগে সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে আসেন তিনি।

মেসেঞ্জার/শুভ/তুষার