ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সুনামগঞ্জে সম্প্রীতি বজায়ে ধর্মীয় নেতাদের সাথে প্রশাসনের মতবিনিময় 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ২ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে সম্প্রীতি বজায়ে ধর্মীয় নেতাদের সাথে প্রশাসনের মতবিনিময় 

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, দারুল উলুম মদনীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছির, খেলাফত মসলিসের মাওলানা আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান, সুনামগঞ্জ  জেলা বিএনপির সাবেক সাংগঠনিক  সম্পাদক  নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা দীপক ঘোষ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক রওনক আহমদ, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, ডি আইও ১ আজিজুর রহমান প্রমুখ।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, সুনামগঞ্জ জেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নির্দশন। এই জেলায় হিন্দু,মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন জাতিগোষ্ঠির সম্প্রদায়ের লোকজন একসাথে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। এই সম্পর্ক বজায় রাখতে কোন তৃতীয় পক্ষের উস্কানীতে পা না দিতে সকল ধর্মীয় নেতা, ছাত্র নেতৃবৃন্দদের প্রতিও আহবান জানান।

মেসেঞ্জার/তুষার