ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সিংগাইরে শহিদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ২ ডিসেম্বর ২০২৪

সিংগাইরে শহিদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জের সিংগাইরে বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিআরডিপি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.  মোশারফ হোসেন, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, সাবেক পৌর কাউন্সিলর মো. আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাফিজুল ইসলাম, সমাজ সেবা অফিসার মো. মঞ্জুরুল ইসলাম।

এছাড়াও সিংগাইর প্রেসক্লাব সদস্য সচিব ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. সাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান শিশির, সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরিফুর রহমান, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন।

মেসেঞ্জার/বাদল/তুষার