ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় পানির নিচে থাকা দুর্গামূর্তি উদ্ধার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২১:৩৭, ২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৯, ২ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় পানির নিচে থাকা দুর্গামূর্তি উদ্ধার

ছবি : মেসেঞ্জার

বগুড়ার নন্দীগ্রামে পানির নিচে থাকা সাড়ে ৭ কেজি ওজনের দুর্গামূর্তির অংশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের আব্দুস সামাদের পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় জেলেরা পানির নিচে থাকা ৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুর্গামূর্তির অংশ পায়। পরে তা পুকুর থেকে উত্তোলন করে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। তারপর থানার এসআই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে সেখানে থেকে ওই মূর্তির অংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম বলেন, ‘দুর্গামূর্তির অংশটি উদ্ধারের পর থানায় একটি জিডি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গামূর্তির অংশটি কষ্টিপাথরের কিনা তা নিশ্চিত বলা সম্ভব হচ্ছে না। নিশ্চিত করার জন্য মুর্তিটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তুষার