ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দোয়ারাবাজারে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১১:০৯, ৩ ডিসেম্বর ২০২৪

দোয়ারাবাজারে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ইরফান আলীর পুত্র মো. আঙ্গুর মিয়া (৩৮)।

রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেপ্তারকৃত আসামি আঙ্গুর মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৭ হাজার টাকা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মেসেঞ্জার/আশিস/তারেক